০১ মহৈরাবতের দাঁত
একটি ভাঙ্গা তরোয়াল ঠিক করতে গিয়ে লানফুয়েস্ট ঘটিয়ে ফেলল চরম ভয়ানক ঘটনা। গিয়ে পড়ল গলিত ধাতুর ভাটিতে। কিন্তু তারপর বহাল তবিয়তে বের হয়ে এল সেখান থেকে একদম অক্ষত অবস্থায়। গ্রামের সাধু নিকোলেড-এর ধারণা, তরোয়ালটার হাতল মহৈরাবতের দাঁত দিয়ে তৈরি। শুরু হল লানফুয়েস্টের অভিযান।
8th October, 2022 8:06 AM
Comments